রমজান মাসে রাতে সহবাস
করা যাবে কি? সেহরির আগে সহবাস করা যাবে কি? সহবাসের পর সেহরি খাওয়া যাবে কি?
و
علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم
الله الرحمن الرحيم
রমজান মাসে ইফাতারির পর থেকে শুরু করে সাহারির শেষ সময় পর্যন্ত
সহবাস করা যাবে।
এই
বিষয়ে মহান আল্লাহ্
সুরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন।
তবে
সাহারির শেষ সময়ের কিছুক্ষণ আগেই সহবাস শেষ করা উচিৎ। কারণ যদি মিস
হয়ে সময় পার হয়ে যাই তাহলে কাফফারা দিতে হবে। যেহেতু ইফাতারির
পর থেকে শুরু করে সাহারির শেষ সময় পর্যন্ত সহবাস করা যাই তাই সাহারি খাবার
আগে অথবা পরে যেকোনো সময় সহবাস করা যাবে। ইসলামে কোন বাঁধা নেই।
মহান আল্লাহ্ বলেন যেঃ- সিয়ামের অর্থাৎ রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সহবাস হালাল
করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ।....................
সুরা বাকারা আয়াত নম্বর ১৮৭।
ফরজ গোসল না করে সেহরি
খাওয়া যাবে কি? ফরজ গোসল না করে রোজা রাখা যাবে কি? নাপাক অবস্থায় সেহরি
খেয়ে রোজা রাখা যাবে কি? অপবিত্র অবস্থায় রোজা রাখা যাবে কি?
ফরজ গোসল না করে নাপাক বা অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে
এবং রোজা রাখাও যাবে।
সহবাসের পর যতদূর সম্ভব দ্রুত গোসল করা উত্তম। তবে যদি কেউ চাই যে
সাথে সাথে গোসল করবে না তাহলেঃ- নাপাক অবস্থায় ঘুমানো, সংসারে সকল কাজ করা, খাওয়া ও বিভিন
জাইগা যাওয়া জায়েয! নারী পুরুষ উভয়ের জন্য। কিন্তু শর্ত হল লজ্জা স্থান ধুয়ে ওজু করে নেয়া। অথবা সহবাস করতে চাইলেও তার জন্য উযু করা এবং লজ্জাস্থান
ধুয়ে নেয়া মুস্তাহাব। তবে এই ফরজ গোসল করার সর্বোচ্চ সময় পাবেন পরবর্তী নামাজের আগ
পর্যন্ত।
উমর (রাঃ) একবার রসূল (সঃ) এর কাছে ফাতওয়া জিজ্ঞাসা করলেন
যে, আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘূমাতে পারবে ? তিনি বললেন, হ্যাঁ সে যেন ওজু করে তারপর ঘূমায়। এরপর যখন ইচ্ছা গোসল করে নেয়।
সহীহ মুসলিম ইসলামিক ফাউন্ডেসন অধ্যায়ঃ ৩/ মাসিক হাদিস নম্বরঃ ৫৯৬, ৬০০।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।