- সহবাসের পর গোসল না করে কী কী করা যাবে?
- সহবাসের পর গোসল কি ফরজ?
- ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা?
- সহবাসের পর দ্রুত গোসল করা কি জরুরী?
- সহবাসের পর গোসল না করলে কি গুনাহ হবে?
- সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল করতে হয়?
- সহবাসের পর গোসল না করে রান্না বা খাওয়া যাবে কি?
- সহবাসের পর গোসল না করে সাংসারিক কাজ করা যাবে কিনা ?
![]() |
দুটি কোমন প্রশ্ন ও উত্তর! অধিকাংশ নারী পুরুষ জানে
না!
- সহবাসের পর ফরজ গোসল না করে সংসারের সকল কাজ (খাওয়া, রান্না-বান্না,ঘর ঝাড়ু দেয়া) করা যাবে কি?
- সহবাসের পর দ্রুত গোসল করা কি জরুরী ?
আমাদের সমাজে সহবাসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার
ও ভ্রান্ত ধারনা চালু আছে। যা কুরআন ও সহীহ হাদিস
বিরোধী। যা ইসলামকে জটিল ও কঠিন করে তুলেছে। অথছ ইসলাম হচ্ছে সহজ ও সঠিক ধর্ম। আমাদের সমাজে কিছু নামধারী মানুষ ইসলামকে কঠিন থেকে কঠিন করে
তুলেছে।
সহবাসের পর দ্রুত গোসল করা কি জরুরী ?
উত্তরঃ- সহবাসেরে পর
সত্বর গোসল করে নেওয়া উত্তম। নচেৎ ভুলে যাওয়ার আশঙ্কা
আছে। তাছাড়া হটাৎ এমন প্রয়োজনও পড়তে পারে, যাতে গোসল করা জরুরী। তবে যদি কেউ চাই যে সাথে সাথে গোসল করবে না তাহলেঃ- নাপাক অবস্থায়
ঘুমানো, সংসারে সকল কাজ করা,
খাওয়া ও বিভিন জাইগা যাওয়া জায়েয! নারী পুরুষ
উভয়ের জন্য। কিন্তু শর্ত হল লজ্জা স্থান ধুয়ে ওজু করে নেয়া। অথবা সহবাস করতে চাইলেও তার জন্য উযু করা এবং লজ্জাস্থান ধুয়ে
নেয়া মুস্তাহাব।
হাদিসটি ভাল করে পড়ুন-----
উমর (রাঃ) একবার রসূল
(সঃ) এর কাছে ফাতওয়া জিজ্ঞাসা করলেন যে, আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘূমাতে পারবে ? তিনি বললেন, হ্যাঁ সে যেন ওজু করে তারপর ঘূমায়। এরপর যখন ইচ্ছা গোসল করে নেয়।
(সহীহ মুসলিম ইসলামিক ফাউন্ডেসন অধ্যায়ঃ ৩/ হায়েয (كتاب الحي) হাদিস নম্বরঃ ৫৯৬, ৬০০)
এখানে একটি কথা যা
না বললেই নয়! নাপাক অবস্থায় ওজু করে গোসলের জন্য সর্বোচ্চ সময় পাবেন পরোবর্তি নামাজের
আগ পর্যন্ত।
-স্বামী সহবাসের পর গোসল করার পূর্বে মহিলার জন্য কি ঘর সংসারের
কাজকর্ম ও রান্না-বান্না করা যাবে কি?
উত্তরঃ- স্বামী সহবাসের
পর গোসল করার পূর্বে মহিলার জন্য ঘর সংসারের কাজকর্ম ও রান্না-বান্না করা যাবে কোন
সমস্যা নেই। যা অবৈধ, তা হল, নামায, কাবা-ঘরের তওয়াফ, মসজিদে অবস্থান, কুরআন স্পর্শ ও তিলাওয়াত। এ ছাড়া অন্যান্য কাজ বৈধ।
এই হাদিসটি ভাল করে পড়ুনঃ-
------জানাবাতের সময় বের হওয়া এবং বাজার ইত্যাদিতে চলাফেরা করা ‘আতা (র) বলেছেন, জুনুবী ব্যক্তি উযূ না করেও শিঙ্গা লাগাতে, নখ কাটতে এবং মাথা কামাতে পারে--------
আবূ হুরায়রা (রাঃ)
থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার সঙ্গে রসূল (সঃ) এর সাক্ষাৎ হল, তখন আমি জুনুবী ছিলাম। তিনি আমার হাত ধরলেন, আমি তাঁর সঙ্গে চললাম। এক স্থানে তিনি বসে
পড়লেন। তখন আমি সরে পড়ে বাসস্থানে এসে গোসল করলাম। আবার তাঁর কাছে গিয়ে তাঁকে বসা অবস্থায় পেলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ আবূ হুরায়রা! কোথায় ছিলে? আমি তাঁকে (ঘটনা) বললাম। তখন তিনি বললেনঃ সুবহানাল্লাহ্! মু’মিন অপবিত্র হয় না।
(সহীহ বুখারী ইসলামিক ফাউন্ডেসন ৫/ গোসল (كتاب الغسل) হাদিস নম্বরঃ ২৮১)
অর্থাৎ মুসলিম অভ্যান্তরিন ভাবে অপবিত্র হলেও বাহ্যিকভাবে সে অপবিত্র হয়ে যায় না।
আমাদের সমাজে প্রছালিত কিছু কুসংস্কার ও ভ্রান্ত ধারণা। যা ভিত্তিহীন। বিশ্বাস
করলে শিরক হতে পারে।
- সহবাসের সাথে সাথেই গোসল করতে হবে। নয়তো অনেক পাপ হবে।
- সহবাস করে মাটিতে পা রাখা যাবে না।
- সহবাস শেষ কোন কিছুতে হাত দেয়া যাবে না।
- এই অবস্থাই যাতে হাত দিবে তা অপবিত্র হয়ে যাবে।
- হাতে কিছু নিয়ে দরজা ধরতে হবে। নয়তো পাপ হবে।
- এই অবস্থাই যত পা ফেলবে ঐ মাটি ততো অভিশাপ দিতে থাকবে।
- এই অবস্থাই রান্না-বান্না করলে বাড়ি থেকে লক্ষি চলে যাবে। (এটি স্পষ্ট শির্ক)।
যেটি লেখা ভালো লাগে তার উপর টাচ করুন। বিস্তারিত জানতে হলে।
- মনের আশা পূরণের পরীক্ষিত আমল।
- সহবাস বা মাসিক শেষে ফরয গোসল করার নিয়ম
- ইসলামে সহবাসের (মিলনের) নিসিদ্ধ সময় আছে কি? বিস্তারিত।
- কুরআন ও শাহিহ হাদিসের আলোকে নামাজ। শুরু থেকে শেষ পর্যন্ত।
- স্বামী স্ত্রীর একে অপরের লজ্জা স্থান দেখতে পারবে কি ? ইসলাম কি বলে?
সহবাসের সাথে সাথেই গোসল করতে হবে। নয়তো অনেক পাপ হবে।
ReplyDeleteসহবাস করে মাটিতে পা রাখা যাবে না।
সহবাস শেষ কোন কিছুতে হাত দেয়া যাবে না।
এই অবস্থাই যাতে হাত দিবে তা অপবিত্র হয়ে যাবে।
এই অবস্থাই রান্না-বান্না করলে বাড়ি থেকে লক্ষি চলে যাবে। (এটি স্পষ্ট শির্ক)।
এই অবস্থাই যত পা ফেলবে ঐ মাটি ততো অভিশাপ দিতে থাকবে।
হাতে কিছু নিয়ে দরজা ধরতে হবে। নয়তো পাপ হবে। এইগুলো যে শিরক সেটা কিছুতেই আমি আমার শাশুড়ী কে বোঝাতে পারছি না। তিনি আমাকে নাপাক অবস্থায় কোনো কাজ করতে দেন না অমঙ্গল হবে তাই।বলে কাজ করলে নাকি অসুখ বিসুখ হবে। উপরের কথাগুলোই বলেন তিনি কি করব বুঝতে পারছি না কিভাবে বুঝাবো তাকে
স্পষ্ট করে ওনাকে বুঝিয়ে বলেন যে এগুলো বলা কেনো, ভাবাও পাপ৷ হ্যা উনি আপনাকে এটা বলতে পারে যে ফরজ গোসল করেই তুমি সংসারের কাজ করবে। কিন্তু এগুলো সমন্ধে ভুল ফতোয়া দিয়ে যেন শির্ক না করেন
Delete